যারা এখনো সূর্যোদয় দেখনি
কেবল সূর্যাস্ত শেষে পড়েছো
রাতের শিকল।
বেজন্মা আঁধার গিলে খায়
রুপোলী চাঁদ।
শিয়াল পেঁচার ডাক শুনতে শুনতে হয়
সময়ের ছন্দপতন।
হু হু করে বাতাস আসে
বাতাস যায়!
বুকের ভিতর বাড়ে ফাঁপর এর শব্দ চয়ন।
গন্ধ শুঁকে শুঁকে এগোয় হায়েনার দল
প্রজন্মের গর্ভে করে বিষাক্ত বীর্যের চাষ।
ক্রমশ'ই বাড়ে ভয়।
বাড়ে কালের গ্রন্থির ক্ষয়।
তবু যারা ঘুমাও;
কন্ঠে স্বার্থের সুরা ঢেলে
কেউবা ঘুমাও;
বুকে লেনিন মার্কস রেখে।
জেনে রেখ ;
নির্মম জীবনের এইসব মন্ত্র পাঠ শেষে
আবার হাসবে সূর্য।
হাসবে তোমার আমার আগামীর সন্তান।