আমি কোন কিংবদন্তির কথা বলছি না
আমি একটি কিশোরের কথা বলছি ;
যে কিশোর মুঠো মুঠো রোদ্দুর নিয়ে ছুটে
মাঠের পড়ে মাঠ।
স্নিগ্ধ নীলিমার নীল শুষে নিয়ে করে
জীবনের মন্ত্র পাঠ।
যে কিশোর উদাস দুপুরে
ডাহুক ঘুঘু খোঁজে,
ঘরের কোণে বন্দি ময়নার
না বলা কথাটি বোঝে।
যে কিশোর ঘুড়ির মতন
ছুঁতে চায় মেঘের ডানা,
কোন ভয় তাকে দমাতে পারে না
মানে না কোনো মানা।
যে কিশোর নাও নিয়ে ছুটে
আড়িয়াল খাঁ র বুকে,
জোছনার জলে ভাসিয়ে ডানা
স্বাধীনতার গন্ধ খুঁজে।
যে কিশোর দানবের বুকে গাঁথা
বর্শা হতে পারে,
ব্যথিত মায়ের ললাট চুমিয়া
দুঃখ ঘোচাতে পারে।
যে কিশোর আগল ভাঙিয়া
খুলতে পারে রুদ্ধদ্বার,
ভালোবাসা দিয়ে ভালো জনের গলে
হতে পারে মোতিহার।