ইচ্ছে করলেই কি ;
কবিতা লেখা যায় ?
কবিতা লিখতে প্রয়োজন
হৃদয়ের স্পন্দন।
সময়ের আপেক্ষিকতায় ;
প্রকৃতির বৈভবে শব্দের
নির্লিপ্ত সঙ্গম।
উহঃ .... আহঃ .... করতে করতে
তৃপ্তির নিঃশ্বাষে গর্ভসঞ্চারে
কবিতার দৃশ্যায়ন।
আমার শুভাকাঙ্খিরা ;
আমায় কবিতা লিখতে বলো
আমি শব্দ পাবো কোথায় ?
কাব্যিক শব্দেরা পুড়ে খাক আরাকানে
ভাসছে নাফের জলে,
রক্তের নহরে।
নারীর সম্ভ্রমে ক্ষুধায় চিৎকার চেতনায়
মৃত্যুর আলিঙ্গনে।
চোখের অবিরাম অশ্রুতে।
কাব্যিক শব্দেরা
মুখ থুবরে কাঁদে বাংলার কাদা জলে।
কাঁদে সূর্যের অনলে।
তোমরা বলো,
আমি শব্দ পাবো কোথায় ?
জাতিসংঘের আঙ্গিনায় ;
মানবিকতার মিছিল
আই, এস, নিধনের মিছিল
কর্মযোগ্যতা আর কর্মযজ্ঞতা’র মিছিল।
মিছিলের পদতলে পিষ্ট হয় মানবিকতা।
শান্তির টুটি চেপে ধরে
দরজায় কড়া নাড়ে নোবেল পুরষ্কার।
প্রাপ্তিতে ;
আনন্দ উল্লাসে নাচে খেমটা নাচন।
ডুকরে কাঁদে মানবিকতা।
কাঁদে প্রীয় নারী,কাব্যিক শব্দেরা।
------------