আমাদের বাড়ির উঠোনে আজ চাঁদের নিমন্ত্রণ
জোছনা রঙে বিন্যস্ত হবে কবিতার আয়োজন।
রুপোর জলে ভিজবো আজি, গাইবো মোরা গান কবি ঠাকুরকে শ্রদ্ধায় রেখে গড়বো ঐকতান।
দ্রোহের দহনে জ্বলে উঠে আজ তুচ্ছ করব প্রাণ
হানাহানি ভুলে ভালবেসে মোরা,গাইবো সাম্যের গান।
ভাটিয়ালি গাইবো কবি জসিমের, আছে 'সোজন বাদিয়ার ঘাট '।
প্রাণ জুড়াতে দেখবো দুচোখে 'নকশী কাঁথার মাঠ '।
মাইকেলের ছন্দে প্রেম চাই মোরা, থাকুক' আত্ম-বিলাপ '
কপোতাক্ষ নদ ঘুচিয়ে দেয় সব, জীবনের অভিশাপ।
শান্তির জন্য জীবনানন্দের নাটোরের বনলতা সেন
ক্লান্তি ভুলে থেমে যাবে, জীবনের সমুদ্র সফেন।
রেনেসাঁর কবি ফররুখের দান 'সাত সাগরের মাঝি '
মহাশ্মশান এর মতো অতুলনীয় কাব্যে কায়কোবাদ মহাকবি।
নারী জাগরণে সুফিয়া কামাল জননী সাহসিকা
প্রেম ভালোবাসা আর বিরহ যাতনায় সমৃদ্ধ "সাঁঝের মায়া"।
মুস্তফা হাবীব ভালবেসে সুন্দর এঁকেছে সুমিত্রার ছবি
যিনি আমাদের সবার গর্ব আমার গায়ের কবি।
এ ছাড়াও থাকুক যে কারো কবিতা বিধি নিষেধ নাই
হৃদয় নিংড়ানো ভালোবাসায় জড়ানো সবুজতা চাই।