বিশ্বাস করুন;
জ্বলে উঠতে আমি কখনই চাইনি।
কিন্তু, একটি ঘুম ভাঙ্গা ভোর আমায় প্ররোচিত করে
একটি দুপুরের দহন আমায় প্ররোচিত করে।
বর্ষায় ভেজা মাঠ আর ফসলের আলিঙ্গন
আমায় উজ্জীবিত করে।
উচ্চ দামের বীজ ও কৃষি পণ্য বাঁধে তপ্ত সংলাপে।
অনাকাঙ্ক্ষিত অবজ্ঞা আর বুনো মোষের তাণ্ডব
যেতে বলে মিছিলে।
সিণ্ডিকেটদের পেষণ আমায় সংগ্রামী করে তোলে।
তোমরা যারা মুক্তিযোদ্ধা, তারা যুদ্ধ করেছো একবার
আমরা যুদ্ধ করি বারবার।
তবুও আমরা সৃজিত হই অবজ্ঞার মালঞ্চে ।
আর নয় শোষকের নিঃশ্বাস
আর নয় অনাহার!
অনেক হয়েছে যুদ্ধ, মাটি ও প্রকৃতির সাথে
এবার ন্যায্য মূল্যে চাই;
আমাদের কৃষি যুদ্ধের সরঞ্জাম।