আজ রাতে আর
ঘরে ফেরার কোন তাড়া নেই।
পৃথিবীর সময়
আমার সময়কে করে দংশন।
তাই শুরু করতে যাচ্ছি
একটু অসাময়িক অন্যরকম খেলা।
যে খেলা খেলোনি তুমি,
অথবা খেলেনি তোমার পিতামহ
কিম্বা তার আগের কেউ।
কালের সাক্ষী
ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে ;
তুমি কেমন আছো ?
কেমন আছে তোমার সময়
কিম্বা
অতীতের মল পড়া বর্তমান !
এই এক জনমে
কটা খুন তুমি দেখেছো ?
তোমার আলোয়
ক’জন নারী হয়েছে ধর্ষিত ?
পথের ধুলোর কাছে প্রশ্ন
কতগুলো প্রাণের রক্ত তুমি চুষেছো ?
বিস্তৃত আকাশকে শুধাই ;
পৃথিবীর কোন অংশ
অন্বেষণে পাওয়া যাবে
একটি মহৎ সন্তানের সিমেন।
যার বাহুডোরে প্রশান্তির ঘুম দেবে
একটি অনঘ শিশু।
র্মুছা যাবে সংক্রামিত সময়।
চোখের পলকেই
ঝান্ডা উড়োবে সুখের অভয় কটক।


টুপটাপ বৃষ্টি …….. !
ক্রমশ’ই ভিজে যাচ্ছে পৃথিবীর বুক।
সাধারণ নিয়মেই শীতল হয়
তার তপ্ত শরীর।
কিন্তু ;
ক্যান শীতল হয়না
অগণিত দানবীয় শরীর !


আজ ;
এই ল্যাম্পপোস্টকে স্বাক্ষী রেখে
আমি মেতে থাকতে চাই,
এক ভিন্নরকম বেরসিক খেলায়।
এই জল মাটি ও বায়ুকে
এক এক করে শুধোতে চাই ;
সর্বাগ্রে কোন পাপিষ্ট সন্তান
করেছে তোমাদের সূধাপান !
---------------