একাত্তরের মতো আর জ্বলে না আগুন
মেঘে মেঘে ভাসে স্বাধীন শকুন।


জ্বালাতে চাওনা আগুন তোমরা
কিংবা জ্বালাতে পারো না আর,
আছে তোমাদের জ্বালানির অভাব
দেশপ্রেম নেইকো আর।


জ্বলে ওঠো না আর আগের মতো
নাকি জ্বলতে চাওনা আর,
রক্তে তোমাদের গন্ধকের খরা
আছে আদর্শের অভাব।


স্বাধীন গণতন্ত্র আজ হয়েছে খুন
হৃদপিণ্ড আর মগজ কুঁড়ে খায় ডোমেস্টিক শকুন।