জোছনার জলে ভিজে না মন
শরীর ভিজে রক্তে।
হত্যা যজ্ঞ চলছে বুঝি
জীবন যাত্রা মঞ্চে।
বাতাসের পায়ে মাদল বাজে
উঠতে চায় সে গর্জে,
দৈন্য দশায় সভ্য মানুষ
কাঁদছে দ্যাখো ডুকরে।
কষ্টের জলে ভাসছে জীবন
কেউ বাসে না ভালো,
শুক্ল পক্ষের ষোড়শী চাঁদের
কোথাও নেই আলো।
বন্ধু রূপের শত্রু তুমি
সজ্জিত হও অস্ত্র,
থাকছি ভয়ে বুলেট বুঝি
ঢুকবে আমার বক্ষে।
কুটিল মনের হিংস্র থাবায়
শিউরে ওঠে মানুষ,
তাইনা দেখে মহানন্দে
উড়ায় রঙিন ফানুস।
জীবন গর্ভে স্বপ্নেরা আর
ধরে না এখন শুক্র,
জৈব জীবনে বসন্ত নেই
তাইতো সময় রুক্ষ।
মার্চ এলেই তবুও স্বপ্ন
সুর ভাঁজে তার অঙ্গে,
স্বাধীনতার অম্বরী গায়ে
নাচবে নানা রঙ্গে।
-------------