মিষ্টি ছেলের একটি গল্প বলতে চাইছি ছড়ায়
দিন রাত সে নানান স্বপ্ন মনের মধ্যে আঁকায় ।
সারা দিনমান এ ঘর ও ঘর ছোটাছুটি করে
ইচ্ছে হলেই দেয়াল ও কাগজে আঁকা আঁকি করে।
সবাইকে সে ব্যস্ত রাখে নানান কথা ও কাজে
অভিনয়ে সে দারুন পটু ইংরেজিতে চটপটে।
একটু যদি বেখেয়ালি হও ঘায়েল হতে হবে
দুরন্ত এ ছোট্ট সোনার নানান প্রশ্ন বাণে।
তার নির্দেশে হাসতে হবে গাইতে হবে গান
হাসিতে আর ছলাকলায় জয় করে মন প্রাণ।
দোয়া করি মোরা একদিন সে অনেক বড় হবে
সত্যিকারের মানুষ হয়ে সবার মনে রবে।
অনেক কথা বলেছি যদিও নাম বলিনি তার
ছোট্ট সোনা আমার নাতি নামটি তার আবান।