মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই!
একদল কৃষকের হাত থেকে মুক্তি চাই।
আমার দেশের মাটি এখনো উর্বর
সঠিক পরিচর্যায়;
এখনো ভালো ফসল উৎপাদন সম্ভব।
অথচ একদল কৃষক প্রতিনিয়ত
বপন করে অনুর্বর বীজ।
আমরা একদল সেবকের হাত থেকে মুক্তি চাই।
যারা সেবার নামে গাছের তলা থেকে
মাটি সরিয়ে নেয়।
একদল বিজ্ঞানীর হাত থেকে মুক্তি চাই।
যারা মগজে করে ব্যাকটেরিয়ার চাষ
প্রতিনিয়ত আক্রান্ত হয় নিউরন এক্সন।
আমরা মনুষ্য সেবার ব্ল্যাকহোল থেকে মুক্তি চাই।
যে সেবা কেবলই ইশতেহারে থেকে যায়
হারিয়ে যায় ডাইনি তন্ত্রের অতল গহ্বরে।
আর নয় মুক্তির গান!
সুরে সুরে অনেক হয়েছে মুক্তির গান গাওয়া
রেওয়াজে রেওয়াজে অর্ধ-শতাব্দী পাড় হওয়া
আর নয় কালো জাদুর ছোঁয়া
এবার হোক নিপীড়কের আগল ভেঙে
স্বাধীনতার স্বাদ নেয়া ।