ঘুম ছুটে যায় বকুল গন্ধে
নিশীথ শেষে ভোর
লজ্জা ভাঙা শিশির কণা
চরণ তলে তোর।


ভোর ছুঁয়ে তোর দুপুর যাওয়া
শিমুল তুলোর বিকেল
সাঁঝের কন্যা রাত সাজাবে
চাঁদের কৌটায় নিকেল।


প্রেয়সী তোর কাজল চোখে
আমার বাঁধা সময়
নরম হাতের নিপুণ ছোঁয়ায়
বাঁধবো আমার আলয়।