তরতর করে বাড়ছে জিনিসপত্রের দাম
চপ্পলের সাথে পায়ের এখন বৈরি ভাব!
প্রকাশ;
শুধুই রক্তপাত।
তবুও অশরীরী শব্দে রোজ ভাঙ্গে ঘুম
কর্মখালী নেই...... কর্মখালী নেই...... !
ব্যক্তিগত বসন্তের অংকটা প্রায় ভুলেই গিয়েছিলাম
জীবন ও যৌবনের সাথে যে সাদৃস্য আছে,
মনেই ছিলনা আমার।
ব্যাকারণগত অর্থ বৈ
আর কোন প্রভাব নেই।


শুরুর হয়না শেষ
আর শেষের শুরুটাও থাকেনা মনে
তবুও;
চলার পথে কখনো নেচে ওঠে চোখ।
সকল দৃষ্টি এড়িয়ে মেপে নেয়
কারো বক্ষ নিতম্ব ও যৌবন।
আপন অলক্ষে বাড়ি ছাড়ে নিঃশ্বাস
ভাবি;
তাহলে এই কি যৌবন!
গভীর ঘুমেও ঘুম ভাঙ্গে যার।


বিনীত অনুরোধ;
কেউ পড়োনা নিষিদ্ধ সংলাপ।
.................................