(ভুল/মিথ্যে তথ্যর ভিত্তিতে মেরে ফেলা শিহাব, বাপ্পি, তৃষা এবং এমন অনেকের স্মরণে।)


সময়টা বড় খারাপ যাচ্ছে ইদানিং
স্বয়ং বিধাতা ও বুঝি ;
পায়না খুঁজে সুখের নির্যাশ ।
এখানে ;
রাতভর পেঁচা ডেকে ওঠে
নিচ্ছিদ্র  করে দেয় ঘুমন্ত রাত্রিকে।
ক্ষুধার্ত শকুনেরা খুঁজে ফেরে
মৃত মানুষের লাশ।
বার্তা এসে যায় ;
ভয়ে কুঁকড়ে ওঠে মৃত দেহ।
ডুকরে কাঁদে পুরোহিতের কঙ্কাল ।
প্রলয়ের দেবীও বুঝি ;
থমকে দাঁড়ায় অবাক বিষ্ময়ে।
উত্তাল তরঙ্গায়িত ঢেউ
থামিয়ে দেয় তার উদ্দাম নৃত্য।
চাঁদেও এখন ধরেছে পচন
তারারা ঝরে বিনা নোটিশে।
বাগিচার ফুলেরাও হয় লজ্জিত।
অথচ;
শকুনদের মেটে না রাক্ষুসে ক্ষুধা।
বাতাসের ছন্দতালে ভাসে পাপ।
আর;
শকুন খুজেঁ ফেরে
মৃত মানুষের লাশ ।
  ------------      (লেখাটি সম্ভবত ২০১৩ ইং সালের)