কাল সকালে সূর্য যখন
নতুন করে হাসবে,
ভেবে নিও কেমন করে
দিনটা তোমার কাটবে।
বৃষ্টি জলে ভিজবে নাকি
রোদেলা রং মাখবে,
আকাশ ছোঁয়া মেঘের পিছু
সারস হয়ে ছুটবে।
রংধনু রং মাখবে নাকি
ফড়িং হয়ে উড়বে।
বলছি তোমায় খোকন সোনা
কথাটি মোর রাখবে!
নতুন দিনের সূর্য তুমি
রঙিন সপ্ন বুনবে।
দুঃসহ এ রাত পেড়িয়ে
নতুন সকাল আনবে।