সময় গুনতে আর লাগে না খুব ভালো
জীবনের সময় থেকে যায় শুধু ই নিকষ কালো।
প্রেম ভালোবাসা শুধু কেবলই,
মখমল চাদর খোঁজে
ছিলো যারা আপন, পর হয়ে যায়
কেবলই অর্থ লোভে।
শকুন পিশাচ হায়েনার দল, এখনো মাতম করে
শুধু কিছু বোকার হদ্দ আনন্দ উল্লাসে মাতে।
স্বপ্ন দেখা মানুষ গুলো কেবল স্বপ্ন দেখে যায়
দুঃখে পেশা মানুষ গুলো কষ্ট পেয়ে যায়।
বিত্ত বৈভবের মানুষ গুলোর উল্লাসে কাটে দিন
গরীব দুঃখী আর অসহায় দের বাড়ে শুধু ই ঋণ
অত্যাচারী শোষক যারা রক্ত খুঁজে যায়
উপায়হীন সব শোষিতের দল,
স্বপ্ন মাখা বছর গুনে যায়।