রোজ রাতে বুকের ভেতর
মোচড় দিয়ে ওঠে
কষ্টের জঞ্জাল ।
পাঁজরে পাজঁর মিলে হয়
টুং টাং শব্দ ।
মনে হয় ;
হাড় গুড়ো করে নিয়ে যায়
কোন ডিবুক বক্সের প্রেতাত্মা।
কষ্টেরা সব মিছিলে দেয়
দাবী আদায়ের শ্লোগান।
তুমি কেন গেলে হৃদীতা ?
পাশের ঘরে শুয়ে আছে দম্পতি
দেয়া আছে ;
বৈধ সংগমের সাচ্চা স্বীকৃতি।
রোজ সকালের স্নান দেখে ভাবি ,
আহা!
কত সুখেই আছে নির্জলা ভাবী!
আমিও তো মানুষ ;
আমার ধমনীতেও হয়
রক্তের আজন্ম পাশা খেলা।
অন্য দশ পাঁচজন পুরুষের মত
আমার ও রয়েছে পৌরুষ।
আমার ও তো ইচ্ছে হয় ;
কোন গোলাপ ঠোঁট
ছুঁয়ে দেই নিঃশব্দে।
আমি ও তো চাই ,
কোন নারী গর্ভে ধারন করুক
আমার শুক্রাণু ও সন্তান।
আমি জানি ;
এসব অবৈধ উচ্চারন।
সমাজ সংসার দেয়না বৈধ সার্টিফিকেট
তবে কি ;
আমার শরীরময় খেলা করে
সুপ্ত আদি পাপ ?
নাকি !
ঘুমিয়ে পড়া সত্য ভাষন।
সময়ের সংগমে বাড়ে আদিম তিয়াস
আর ;
বুকের তোড়নে নগ্ন হয় ;
স্বাভাবিক সব “অবৈধ উচ্চারন”।
-----------------------------