অগোছালো ঘর
দুঃখ কুড়াই।
দিন যায়
দিন যায়
তারপর ঘুম।
নয়তো জেগে থাকা ঘুম।
জৈবিক হাতছানি
নতুন আলোর প্রত্যাশায়
ঘুমিয়ে পড়ে রাত।
ঘুমিয়ে পড়ে,
হিংসা বিদ্বেষ রাজনৈতিক সংলাপ
আর পার্থিব জঞ্জাল।
ফের জীবনের হাতছানি।


ঘুমোতে হবে বলেই;
পৃথিবীর বয়স গুনি।