(বর্ষা এলে প্রায়শ’ই চট্টগ্রামের পাহাড়ের ঢালে কিছু জীবন বিলুপ্ত হয়)
বর্ষা এলেই;
পাহাড়ের ঢাল বেয়ে নামে দুঃখ
বিষন্ন মুখে চাঁদের হয় প্রস্থান।
সূর্যের কাছে রুক্ষতা বৈ
যেনো আর কিছু নেই।
মানুষ রাতের গহ্বরে
তবুও খোঁজে জীবন।
ভালোবাসার দায়ভার মেটাতে ছোটে
এক প্রান্তর থেকে অন্য প্রান্তর।
বাড়ে মহাজনের জিহ্বার লালা
বাড়ে সুদের ঋণ।
তবুও স্বপ্নের প্রত্যাশায়;
মাটিতে মুখ থুবড়ে মরে
ভুখা মানুষের দিন।
------------