প্রস্তুত হও; হে অনাগত সন্তান।
প্রস্তুত হও ; আবাল বৃদ্ধ ও মুটেমজুর।
জেনে রেখো ;
তোমাদের জন্য কোন গোলাপ ফুটে নেই।
ফুটে নেই কোন চন্দ্রমল্লিকা
ফুটে নেই চম্পা চামেলি করবী।
বরং প্রস্তুত হও ;
সময়ের সাথে সংগ্রাম করবার জন্য
দারিদ্রের সাথে সংগ্রাম করবার জন্য।
ভুলে যেওনা
তোমার রক্তের সাথেই করতে হবে
তোমার সংগ্রাম।
তোমার পাকস্থলীর সাথেই করতে হবে
তোমার সংগ্রাম।
সংগ্রাম করতে হবে তোমার
হৃদপিণ্ড ও মগজের সাথে।
সংগ্রাম করতে হবে
সময়ের বিভীষিকার সাথে।
জেনে রেখো ;
শীত প্রভাতে যে শিশির কণার আদর নিতে
সে আর তোমার প্রতীক্ষায় নেই।
যে সূর্যটা তোমায় মিষ্টি রোদ মাখাতো,
তার চোখে জ্বলবে চিতার আগুন।
সাদা মেঘ কালো হবে
কাশবন পুড়ে হবে ছাই
দারিদ্রের কষাঘাতে
মা বিক্রি করবেন তার সন্তান।
দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি আর চাহিদার হিংস্রতায়
ক্ষতবিক্ষত হবেন পিতা।
মনে রেখো;
জোছনা আর ব্যক্তিগত যৌবন
সব'ই তুচ্ছ মনে হবে মানুষের কাছে।
কিন্তু যৌবন বিক্রি হবে পেটের দায়ে।
অতএব প্রস্তুত হও এখনি।
প্রস্তুত হও;
শামুকের মতো রোদে পুড়ে মরে যাওয়ার জন্য।
কিম্বা প্রস্তুত হও ;
বেঁচে থাকার প্রয়োজনে জ্বলে ওঠবার জন্য।