ইটের পড়ে ইট,ইটের পড়ে ইট।
সিমেন্ট বালুর মিশ্রণ
শক্ত করো গিট।
সূরকি ঢালো পাথর ঢালো
বাঁধো লোহার রড।
বেলা শেষে গভীর রাতে
খোলো স্বপ্নের জট।
স্বপ্ন বাঁধো স্বপ্ন ভাঙ্গো
জীবন যুদ্ধের খেলা,
দিন ফুরোলে সব হারিয়ে
আবার ফিরে যাওয়া।
এই যাওয়া আসার মাঝে শুধু
ঘাম ঝড়ানো গল্প।
চোখের জলে অধর মাখা
সুখ যে বড় অল্প!
সুখ বলতে আর কিছু নয়
গলায় নেশার জল।
কাজের ফাঁকে মুচকি হেসে
ভালো থাকার ছল।
সারা দিনমান ঘাম ঝড়িয়ে
অন্যর ঘর বাঁধা,
কাজ ফুরোলে অবশ দেহে
খুপরি ঘরে থাকা।
এমন করেই দিন চলে যায়
চলেও যায় রাত।
অপেক্ষায় থাকে;
আসবে কখন আমৃত্যু রাত।
---------------