আছি তো বেশ ভালই মোরা স্বাধীন বন্দীশালায়
হাসতে হাসতে স্বাধীনতার বেড়ি পড়েছি মোদের গলায়।
রক্তের দামে স্বাধীনতা কিনে স্বপ্ন দেখেছি বেশ
স্বাধীনতা এখন লুটেরাদের হয়ে মারছে পশ্চাৎদেশ।
আমার দেশের স্বাধীনতা এখন জুলুমবাজদের হাতে
সাধারণ মানুষ শিক্ষক শ্রমিক মরছে অপঘাতে।
স্বাধীন ভাবে ডাক্তার মারে টেস্ট রিপোর্টের জটে
অর্থালোভে কুকুর চোখে ভুল সার্জারি করে।
পুলিশ এখন স্বাধীনতার নামে অস্ত্র ঠেকায় বুকে
তাইতো তাদের ভালো না বেসে জনতা কাঁপে ভয়ে।
মজুতদারেরা সততা ভুলে মজুদ করে পণ্য
সরকার থাকেন চোখ মুদিয়া স্বাধীনতা তোমায় ধন্য।
সংবাদকর্মী আছেন যারা পিশাচ হয়ে বাঁচে
অর্থ বিনে খবর ছাপে না আঁখি জলে টাকা গোনে।
সুযোগ পেলেই হুশিয়ার বাণী খবর দেবেন ছেপে
টাকা পেলেই সব ঠিক আছে বলেন একটু কেশে।
এইতো মোদের স্বাধীনতা ভাই মোরা স্বাধীন দেশের পণ্য
রক্ত দামে স্বাধীনতা কিনেছি বুঝি, পরাধীনতার জন্য!