হেমন্ত ঋতু ফের এসেছে শরৎ মেঘে ভেসে
কাস্তে হাতে রুহুল ছোটে হাজার স্বপ্ন মনে।
সোনা জমিনে সোনা ফলেছে, ফলেছে সোনা ধান
ভুলে গিয়ে যত কষ্ট ও গ্লানি নেমেছে খুশির বান।
গেলো বছরের মনোবেদনা যা ছিল তার মনে
ভুলে গিয়ে রুহুল নতুন করে নতুন স্বপ্ন বোনে।
গেল বছর তার হালের গরু টি নিয়েছে দুষ্ট চোরে
দীনতার লাগি মেয়েকে তার পাঠায়নি স্বামীর ঘরে।
বহুদিন ধরে ছোট মেয়েটি দাঁতের ব্যথায় ভোগে
বাতের ব্যথায় বধূটি তার নিত্য রাত্রি জাগে।
আল্লাহ চাইলে ফিরিবে দিন রোগ শোক যাবে মুছে
হেমন্ত শেষে শীত ঋতু এলে মেয়ে যাবে স্বামী ঘরে।
আত্মীয়-স্বজন আসবে সবাই পিঠা পায়েস হবে রান্না
আঙিনায় হবে জারি সারি গান বয়ে যাবে খুশির বন্যা।
এমন করে রুহুল নিশিদিন কত যে স্বপ্ন বোনে
সোনা দেহ তার রোদে পুড়িয়া ফসল তোলে ঘরে।
জানতো না রুহুল মিছে দেখা স্বপ্ন কপাল মন্দ তার
স্বপ্নে মোড়ানো ঘর খানি পুড়ে হলো যে অঙ্গার!