দূরে ঠেলে নয় ভালোবেসে দেখ,
ফোটাতে পারবে গোলাপ কসমস মালতী
বা বন্য কোন ফুল।
দেখবে অবলীলায় হয়ে যাব শীতের চাদর
এক মুঠো সোনা রোদ।
হয়ে যাব লাঙ্গলের ফলা
মাঠ ভরা সোনা ধান, কৃষাণীর হাসি।
কারো ভালোবাসা পেলে
মাটি ও মায়ের হাসি হতে পারি নির্দ্বিধায় ।
মৃত্তিকা জননীর সম্ভ্রম রক্ষায়
খুন হতে পারি হাজারবার।
অবহেলা নয়; ভালোবেসে দেখ
আমার মাঝে ও আছে অপার মুগ্ধতা
আছে প্রেমের জাদুকরী সুর।
আছে নকশী কাঁথার মাঠ
খুঁজে দেখ আমায়, শুধু কোমলতা নয়
যত্রতত্র পেয়ে যাবে গন্ধক।
যা দিয়ে নিমিষেই পুড়ে ফেলা যাবে
হায়েনার শহর শকুনির মসনদ।