মনের সাথে যুদ্ধ করতে করতে
আমি ক্লান্ত।
নিজের অজান্তেই বারংবার ছুঁতে চায়
সবুজ রং ও সবুজাভ আলো।
প্রকৃতির পারিপার্শ্বিকতায় ভুলে যাই
সময়ের রক্তাক্ত যৌবন।
বাতাসের কামুক বারুদে
পুড়ে যায় সময় ও শরীর।
নিষ্পাপ চোখ আর থাকেনা নিষ্পাপ
বৃথাই খুজেঁ  ফেরে শুভ্র কাশবন।
জমে ওঠে নিষ্পেষিত নগ্ন সময়।
তবুও অবুঝ মন
বারবার পেতে চায় সবুজের ছোঁয়া।
ভালোবাসায় সিক্ত হয়ে
মুখ লুকোতে চায়।
ওম্ নিতে চায়
শুভ্র শান্তির পালকের তলে।
ভুলে যেতে চায়
নৃ-জগতের সকল লবনাক্ততা।
---------------------------