শ্রদ্ধাভাজন নিরুফা আপার স্বরণে)


বন্ধু;
কিছু দরকারী কথা বলতে চাই তোমায়।
এর আগেও চেয়েছি বহুবার।
পারিনি।
যতবার তোমার জন্য শব্দ তৈরি করেছি
ততবার হিংস্র সময় আমায় তাড়া করেছে।
বেয়োনেট খোঁচানো শরীর,
টেনে হিচড়ে এনে দাঁড় করিয়েছে
তোমাদের রাজপথে।
পিচঢালা রাজপথে!
যে পথ;
একদিন রক্তে ভেসে ছিলো
স্বাধীনতার স্বপ্নে হেসে ছিলো,
মুখ গুমরে কেঁদেছিল
কোন নারীর বক্ষে।
কিন্তু;
আজ আর কোন বাধা নয়।
শব্দের যে সওগাত তোমার জন্য রেখেছি
আজ তা দিতে চাই
আমি চাই;
আবার উদ্দীপ্ত হও তুমি।
তোমার মরে যাওয়া রক্ত কোষ গুলো
আবার জেগে উঠুক।
রক্তে লাল হয়ে উঠুক তোমার চোখ।
গর্জে উঠুক রাইফেল।
বজ্রনাদ উঠুক কণ্ঠে;
স্বাধীনতা দাও……..!
স্বাধীনতা দাও……..!
স্বাধীন মানচিত্র দাও!


আমি চাই;
তুমি আবার
মানুষের মাঝে ফিরে আসো
নতুন করে ভালোবাসো।
কথা বলো চোখের জলে কিম্বা গোলাপে।
কিন্তু বন্ধু;
আজ তুমি ফিরিয়ে দিলে এ সওগাত।
মলিন হেসে বললে;
আজ আমি নিশ্চল পাথর।
শুধু অপেক্ষমাণ;
শব্দের শেষ উচ্চারণ।
চিবুক বেয়ে নামা জলের শেষ বিন্দু
ঘরের দেউড়ি পাড় হওয়া
বাতাসের শেষ আলোড়ন।
নিরুফা আপা ভালো নেই।
ভালো নেই………..!
ভালো নেই………..!
------------------------