দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না
সোনার দিন তো কারো সদা থাকে না।
খাঁচায় বন্দি থাকে না সে লোহার শিকল পরে
হোক সে খাঁচা হীরায় মোড়ানো কিম্বা জহরতে।
আমরাই কেবল বোকার হদ্দ শিকল পড়ে থাকি
আলুর টুকরো ছোলা পেলেই তৃপ্তির ঢেঁকুর তুলি।
চোখের সামনেই রাজা উজির লুটেপুটে সব খায়
খাক না তারা, বন্দিবাসির তাতে কি আসে যায়?
ওদের ই তো আছে কুকুরের জিহ্বা,
আছে খাওয়ার অধিকার
মোরা শুধু পারি অভাবের জ্বালায়
স্বেচ্ছায় মরিবার।
রাজার দাস দাসী আছো যারা আজ
পেট পুড়ে সবে খাও।
খেতে গিয়ে খাওয়া আটকালে গলায়
রক্ত চুষে নাও।
জেনে রেখ শুধু;
সোনার দিন তো সোনার খাঁচায় থাকে না
অর্থ আর অস্ত্র ভয়ে, সে কারো শিকল পড়ে না।