ভালো আছি, ভালো আছি —
ঝিনুকের খোলস খুলে দেখি, ভালো আছি।
গন্ধরাজের কলিতে, বাতাবি লেবুর গন্ধে,
ক'ফোঁটা খেজুরের রস চেখে দেখি — ভালো আছি।
তোমার নাকের ঘাম, চিবুকের হাতছানিতে,
তর্জনী ছুঁয়ে সূর্যের অস্তাচলে — ভালো আছি।
ভালো আছি, তোমার স্মিত হাসিতে,
কথা না-বোঝার অভিমানে, কবিতার আলিঙ্গনে।
ভালো আছি, অলকের গন্ধ শুঁকে,
পাহাড়ের অধর চুমে দোয়েলের শিষে।
মাটিতে লাঙ্গল কষে, ফসলের বীজ বুনে —
সোনারোদ হাসবে আবার প্রভাকরের ওষ্ঠ কোণে।