সাঁঝের বেলা মুখ লুকিয়ে প্রতি প্রত্যুষে ফিরে আসে সূর্য
তবুও আমি একটি নতুন সূর্যের প্রতীক্ষায় থাকি।
যে সূর্য কেবল আলোই দেবে না
পুড়ে পুড়ে খার করবে মানুষরূপী হায়েনার যকৃত।
আমি এমন একটি সূর্য চাই
যার আলোকচ্ছটা লাগামাত্র'ই
হেসে উঠবে পথ ও পথের শিশু।
হেসে উঠবে মা, সবুজ ঘাস ধূসর প্রান্তর।
যে সূর্যের বিচ্ছুরণ পেলেই
গাইতে শুরু করবে দোয়েল শ্যামা ময়না।
যার আলোয় নদী তার ছন্দ ফিরে পাবে
বৃষ্টির জল ফিরে পাবে তার নুপুরের শব্দ।
বসন্তে হেসে উঠবে কৃষ্ণচূড়া আর সোনালু ফুল
শরৎ এলেই কাশবন চুমে যাবে প্রিয়ার চরণ
হেমন্ত ফিরে পাবে তার যৌবন।
সোনার জমিন আর আঙিনায় হাসবে সোনা ধান
জোসনা চুমিয়া গাইবে পালা আর জারি গান।
গায়ের বধূটি আঁচলের তলে হাসবে লাজুক হাসি
অবিচার আর প্রহসনের পক্ষে ধরবেনা কেউ মসি।
যে সূর্যের আলো পেলেই ;
নতুন করে আবার সংবিধান রচিত হবে
নতুন করে মানবতার গান শুরু হবে
নতুন করে মাটিকে ভালবাসতে শিখবে।
নতুন করে কেউ চিৎকার করে বলবে না
মুখোশধারী দেশপ্রেম আমরা চাই না।
মেলায় কেনা বেলুনের স্বাধীনতা আমরা চাই না
লোক দেখানো মঞ্চায়িত বিজয়ের উল্লাস আমরা চাই না।
আমরা চাই আমাদের ভাষার সম্ভ্রম থাক
মুক্তিযুদ্ধের সম্ভ্রম থাক রক্তের সম্ভ্রম থাক
পতাকার সম্ভ্রম থাক এবং সম্ভ্রম থাক মানচিত্রের!
আমরা কিছুই হারাতে চাই না,যা আমাদের নিজের
আর কিছু পেতেও চাই না, যা কিছু অন্যের।
এখন কেবলই প্রতীক্ষায় থাকা
প্রত্যাশিত সূর্যের!