আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে।
নইলে মোদের রাজার সনে মিলবো কি স্বত্বে ?


মিলবে কিনা মিলবে তুমি কে পরোয়া করে?
রাজা চলবেন ইচ্ছে মতন, কাহারে সে ডরে।
রাজার আছে ভীষণ সাহস বেজায় বুদ্ধি তার
আছে তার জন্মে পাওয়া বিশেষ অহংকার।
অহংকারে পুড়ছে সদা স্বাধীন জনগণ
বুলিতে কেবল স্বাধীন আছে স্বাধীন কোন জন?
স্বাধীন স্বাধীন স্বাধীন মোরা,স্বাধীন বাংলার জাতি
কেউ বোঝে না চাপা কষ্ট, ফাটিয়া যায় ছাতি।
ফাটুক ছাতি ফাটুক মাটি, কার কি আসে যায়।
সব রাজারা'ই সেবার নামে, আপন স্বার্থ চায়।
স্বার্থ লোভে স্রষ্টাকে ভুলে, মনে পিশাচ পুষে।
জনগণ সব আমের বিচি, ক্ষমতাসীনরা চুষে।
আমরা নইতো রাজার রাজা, রাজার রাজত্বে
বাঁচতে হলে থাকতে হবে, রাজার দাসত্বে।