হৃদয়ের অতল গহ্বরে ধ্বনিত হয় যে শব্দ
সে তোমার নাম।
বাতাসে তরঙ্গায়িত হয়ে তুমুল আলোড়ন শেষে
আবার ফিরে যায় যে শব্দ
সে তোমার নাম।
মধু সংগ্রহ কালে মৌমাছি ফুলের সাথে যে গল্পটি বলে
সে তোমার গল্প।
বৃষ্টির জল ঘরের চাল ছুঁয়ে
গড়াতে গড়াতে যে সুর তোলে
সে তোমার গানের সুর।
শরৎ সকালে শিশির কণাটি কাঁচা সোনা রোদে
যে রুপোর হাসিটি ছড়ায়
সে যেনো তোমার চিবুক ছোঁয়।
নদীর জল ছুঁয়ে হট্টিটি যে গোপন কথাটি বলে
সে তোমার অধর ছোঁয়া গল্প।
প্রজাপতি তার ডানা জড়িয়ে
ফুল থেকে যে পরাগ রেণু নেয়
সে তোমার রুপ লাবণ্য।
খুব নিশিথে বুকের ঘরে যে বেহালা বাজে
সে তোমার কথা বলে।
তোমার নামটি জপে জপে ঘড়ির কাঁটা চলে
খুব যতনে রক্ত কোষে ক্যান্সার হয়ে বাঁচে।