দুর্দান্ত সময় এখন আর নেই দুর্দম্য
শুধুই সাজানো মখমল চাদর।
নেত্রদ্বয়ের রক্ত কনিকায়;
এখন আর আসেনা কোন রংধনু স্বপ্ন।
মগজের কোষের সাথে হয়
আপোষহীন সংগ্রাম।
চোখ বুঝলেই দেখি;
ভালোবাসার কেউটে ফণা।
পথের ধুলোর সাথে হয় নির্লিপ্ত সংগম।
কবিতা এখন;
দুর আকাশের শঙ্খচিল।
মাঝে মধ্যে বৃথাই পাথর ঠোকাঠুকি
যেন আদিম সভ্যতার পুনরুত্থান।
জোনাকীর মতো আলোর বিচ্ছুরণ
আর;
আগোছালো শব্দের খেমটা নাচন।
তারপর; শুধুই পড়ে থাকা
নিথর দেহ…….
নিথর মন…….!
আর;
ভালোবাসার কেউটে ফণা।
---------------