নতুন করে ইচ্ছে করে বাসতে ভালো তোমায়
দুজন মিলে হারিয়ে যাবো সূর্য ডোবে যেথায়।
খুব বেশি নয়; ছোট্ট কিছু চাইছি ভালোবেসে
যেমনটা চাই কাঁচা লংকা পান্তা ভাতে খেতে।
বাদাম খেতে যেমনটা চাই একটু ঝাল লবন
এর চেয়ে আর অধিক কিছু চায়না সবুজ মন।
মনটা শুধু চাইছে কেবল মেঘের ভেলায় ভাসতে
ইচ্ছে করে শুক্ল পক্ষের রুপোর জলে ভিজতে।
তারার মেলায় ঘুরতে চায় মন যদি থাকো পাশে
নিশিপদ্মও হতে পারি তোমার ছোঁয়া পেলে।
কাশবন হতে পারি, যদি তোমার পরশ পাই
খুব গোপনে অধর ছোব অন্য মোহ নাই।
বালিয়াড়ি আমি হতেই পারি সন্ধা নদীর পাড়ে
সাজ বেলার রং করবো চুরি থাকলে তুমি পাশে।
তোমার পায়ের নূপুর হবো, কাজল হব চোখের
চাইলে তুমি আঁচল হবো, আরশি হব শখের।