বসন্ত উৎসবে যখন তুমি
মেতে উঠেছিলে আনন্দ-উল্লাসে,
আমিও মেতে উঠে ছিলাম।
তুমি আনন্দে মেতে উঠেছিলে সইদের সাথে
হেসে উঠেছিলে বহির্মুখী হয়ে।
আর আমি মেতে উঠেছিলাম অন্তর্মুখী হয়ে।
যেনো এই খুশির দিনটি আমার জন্য নয়,
এই রঙ্গিন বসন্ত আমার জন্য খরা সরূপ।
বুকের মাঝে হাহাকার করছিলো,
মনে হচ্ছিল যেনো যতবার এই বসন্তের রঙ্গের ছোঁয়া
আমার গায়ে এসে লাগছিলো,
ততবার যেনো আমার সে অঙ্গখানা
কালো করে দিচ্ছিলো।
সেদিন যদি তুমি উঁকি দিতে আমার বুকের মাঝে
দেখিতে পাইতে হয়তো,
জল ছাড়া সমুদ্র যেমন দেখিতে হয়
যেমনি করে বালি ছাড়া মরুভূমি।


হ্যাঁ গো প্রিয়া তোমার সাথে আমার
আর সেই আগের মতো পরিচয়টা নেই।


সেদিন মনে হয়েছিলো যেন,
এই উর্বর বসন্তের দিনে অশোক গাছেতে -
ফুল ফোটার আগেই সকল কলি ঝড়ে গিয়েছে।
যেমনি করে ঝড়ে গিয়েছে তোমার সাথে
চিরকাল কাটাবার আশা।



২:৫৩রাত
১১ই ফাল্গুন ১৪৩০বঙ্গাব্দ
২৪ই ফেব্রুয়ারি ২০২৪ ইং