একদিন তো আমি বড় ক্ষোভে
লিখেছিলাম কে হইবে এ জাতির নেতা,
আর কেইবা শুনাইবে তাদের অমূল্য বাণী-খানি।
আজকে লিখছি বড়ই উদ্বেগ নিয়ে।


আমি হবো তুমি হবে,
সকলেই হতে চাই।
বলতো তবে আমায়,
কবার তুমি দিয়েছ তাদের ঠাই।
কবার তুমি জুগাইছো তাদের অন্ন।
কবার তুমি ধড়িয়াছ সেই জলন্ত মশালখানি।
তুমি কি কখনো কাদিয়াছ পর মানুষেরও লাগি?
আমরা তো সকলেই ভাবি হইবো বঙ্গবন্ধু,
"এবারের সংগ্রাম" বলেই মোরা জিতিব সকল কিছু।
তুমিতো হইবে তিতুমীর বানাইবে বাশের কেল্লা,
তোমার ভাবিতে ভাবিতে গড়ায় যে সারা বেলা
অবশেষে দেখিবে তুমি বানাইলো
সেই বাশের কেল্লা,
তুমিই সেথায় করিতেছ সেবা।
ক্ষুদ্র কিছু ত্যাগ করিলেই ভাবো তুমি
অপরকে দান করিলে বিশ্ব।
এদিক ছেড়ে সেদিক হলে গর্জে ওঠো তুমি,
করো দুর্বলের ওপর জুলম দেখাও কতোই রুপ,
ভাবো তুমি এই বুঝি হয়ে গেলে কাঙ্ক্ষিত সেই ব্যক্তিখানি।
ঠিক ছেড়ে বেঠিক কথা বলে তুমি
নিজেকে ভাবো বিদ্রোহী,
সকলের উর্ধ্বে তুমি
সকলেই তোমার দাস।
এমনই যদি ভাবো তুমি
নিজেতে করো অহংকার,
কেমনে করিবে তুমি তাদের বস্ত্রদান।
কেমনে হইবে তুমি তাদের কাঙ্ক্ষিত সেই ভগবান?
জাতির নেতা সকলেই হতে চাই
কিন্তু জাতিরে সঠিক পথে
আনিতে কেউনা পা বাড়াই।