কাঙ্গালি বাবু


কাঙ্গালি হয়েও বাঙ্গালিবাবু
কুটি কুটি পায়ে হাটি ,
হাটিতে হাটিতে ক্লান্ত পথে
পিপাসায় মরিমরি ।
উদার খালি তবু
নাহি তার লেশ,
মুখে মিটিমিটি হাসি ।
নিজ চৈতন্য ফিরিয়া আনিয়া
কর্মে যে নাহি তেজ ,
তবো ,
উদারতার হাত বাড়িয়ে দিয়ে
সমর করিবে বেশ ।


ফিরিংগির সহিত একত্রিত  হইবে,
এপারের ধন ওপারে পাঠাইবে
নাহি হইবে তার শেষ ।
নিজ দেশ নাহি পায়
নিজ ধনে নাহি ক্ষয়
ভাবিয়া সে খুশি হয় ,


ইচ্ছেটুকু তাহার নাহি পায়
বিলিয়ে সে মহৎ হয় ।
নিজ দেশে নাহি মত্ত
ওপারে সে হইবে শ্রেষ্ঠ!
যা হয় হউক এদেশ ।
কাঙ্গালি বাবুর চোখের পর্দার
হইবে কি তার শেষ ?


পর দেশের মাথা ব্যথা
ভাবিয়া সে আত্মহারা,
মিছিল-মিটিং করে তাহারা
মোড়ে মোড়ে আগুন ধরা ,
নিজস্ব সব পুড়িয়ে মোরা
আমড়া কাঠের ঢেঁকি ।


উড়নচণ্ডী বাঙ্গালিবাবুর
নিজো বাসে নাইকো ব্যাথা ,
নিজ চাষার ফলন খাসা ,
তবুও সে মত্ত রয়
পর ধনে আশাঁ ।
নিজ জনে মরে মরে
তাহাতে কি যায়রে  আসে ?
আমি যে বাবু খাঁড়া ।


                  উত্তম মন্ডল
                                  মো :- ০১৭৫৬২৭৭৭৬৮