মুক্তো পাখি
৭জুন২০২০
রাত ১২.৩৩ ঘণ্টা


মুক্তো পাখি আমি,
নীল আসমানে উড়ি।
উড়িয়া উড়িয়া গান করি আমি,
নানা সুর যে তুলি ।
সুরের তালে তালে ,নৃত্য করি আমি
এ ডাল থেকে ও ডালে।
শ্যাম ও নৃত্যের সহিত আমি,
মন জয় করি অনেকের ,
সজনের নাকি অভাব মোর?
নিত্য আসে যায়।
তাই তো আছি সুখে,
আছি তাতে সুখি।


ছিলো ভালোবাসা
হারিয়েছি যে তা ,
তবুও নাহি লেশ ।
অন্ধকার কাটিয়েছি এখন ,
নতুন ভোরের  খেলায়,
শিশির এর সাথে মাতি ।
তাই তো ভুলে থাকি
অতিতের খেলা ।
নতুন ঘর বোনার আঁশে ।


বদ্ধ জীবন কাটিয়েছি আমি
গেয়েছি শিখানো গান যে ।
অন্য সুরে গেয়েছিলাম গান,
গেয়েছিলাম শত কবিতা।
পরের পায়ে নৃত্য করেছিলাম,
পরের সুরে  গান ...
সেই সুর আজ বেসুরো হয়ে ,
বিঁধেছে বুকেতে
জীবন যায় মোর হায় ,
তবুও নাহি মন পায়,
হাটিয়া তাহার পায়ে ,
মিলিয়া তার  কণ্ঠের সুর ।
তাই তো পাখি আজ
খোলা পেয়ে দ্বার ,
মুক্তির প্রেম বিলায়।।


                                    উত্তম মন্ডল