এক অজানা প্রজাপতি
উড়ে বেড়ায় নীল আকাশে,
তার নীল রঙের ডান মেলে ।
হাজারো বিহঙ্গ,তার মাতাল
মায়াবী নীল চোখে।
মায়াবী হাঁসি তার,
ঐ নীল ঠোঁটের কোণে ।
কাল কেশ তার
সমীরণে দোলে নীলের ঘনঘটায়।
সিঁথিতে আজ  তার
নীল আবির শোভা পায়।
কপালে আজ তার
ফুটে উঠে নীল তিল।
শরীর আজ তার
ঢেউ খেলানো নীল সমুদ্র।
নীল প্রজাপতি মধু সংগ্রহ করে না,
নীল ফুলে মধু বিলি করে।।
নীল প্রজাপতির লীলা শেষে ,
অগোচরে একটি নীল বিহঙ্গের ডানা মেলা।