তুমি কি আমার প্রেমিকা হবে?
বহুদিন চাষাবাদ হয় না প্রেমের!
তোমার একটু ভালবাসা চাই
এর বেশী কিছু কখনো চাবো না
আমি না বুঝেই এই হৃদয়কে সর্মাপন করেছি
তুমি কি শুনেছো ডাক- হে আমার প্রেমিকা!
এমন কি অপরাধ কখনো করেছি?
হে করেছি, আমি তো ভালবাসিনি তোমার রূপ যৌবন চিত্তের কামনাকে.
শুধু চেয়েছি তোমার স্পন্দিত হৃদয় খানা ।


কতোটা উর্ব্র আর সতেজ হলে প্রেমের বীজ গজে ওঠে.
আমার এ ভিতর মাটি..
এ অবুঝ তো রক্তক্ষরণ বুঝে না, ঝড় তুফান বুঝে না
শুধু চাষ করে যায়, শুধু ফোটাতে চায়, প্রেমের এ ফুল!
তোমার কোমল জমিতে!


তুমি কি আমার প্রেমিকা হবে?
বহুদিন চাষাবাদ হয় না প্রেমের!
কোন চাওয়া নেই ,কোন কামনা নেই, চাই শুধু উষ্ণ প্রেম
গভীর অনুভূতির স্পর্শ্ দিয়ে
একনিষ্ঠ  ভালবাসা দিয়ে।
আলিঙ্গন করে নেবো তোমাকে প্রেমের সোহাগ দিয়ে ।


আমি একদিন চলে যাব, প্রাণ ও নিভে যাবে..
কিন্তু এ প্রেম কখনো ফুরাবার নয়,
এ যে পবিত্র, এ যে নিলোর্ভ্ প্রাণের শিহরণ !
অনাবাদি কি থাকবে এ প্রেমের জমি?
কেঁদে কেঁদে আর কখনো পাবে না !


তুমি কি আমার প্রেমিকা হবে?
বহুদিন চাষাবাদ হয় না প্রেমের!
-------------------------------------