আজ নবীণেরা ভয় নাহি পায়,
তবু ভয়, তবু যে শুধু  ভয় !
নবীণ সূর্যেরা জেগে ওঠে এক অনিষ্টের আহবানে;
এক দুর্বার প্রাণবেগে নেচে ওঠে কোন অসুরের উদ্দীপনে ।
দুর্জ্য় শক্তিতে তার কবিতা লেখে রক্তিম সাগরে
লিখিলের তরু লতা সাক্ষী, যুবক -যুবতীর বক্ষ- চিরে
এক বেদনার চিৎকার,
তার সাথে সঙ্গ দেখি সমাজের স্ব-ঘোষিত মহারতিদের
নবীণ প্রভাতের প্রদীপ নিভে দেয় জাহেলী দর্শনের বাজিকর,
হেলে পড়ে ত্যাজদীপ্ত দ্বিপ্রহর,
গোধূলীর আগেই গোধূলী আসে,
যৌবনের সূর্য্ ডুবে ক্ষণে ক্ষণে মাদক নেশার রাহু গ্রাসে
এখন জাগে না নবীনের প্রাণ
চারিদিকে জীবন্ত লাশ ! লক্ষ কোটি প্রাণের বিবর্ণ্ আচরণ…
এক বেদনার যন্ত্রনা ওঠে বিরহী বক্ষের পঞ্জরে
এ কোন পথে চলেছে বিজয়ী বীরেরা নতশিরে ?
যুদ্ধের রণ দূর্গ্  নিজেরাই আঘাতে আঘাতে করি ভাংচুর
যোদ্ধারা শৃঙ্খল ভেঙ্গে ভেঙ্গে পরাজয় এনেছে বিষাদবিধুর ।
কোন দিকপাল জেগে ওঠে না, খাই খাই দলের মহরা,
জাতির দামালেরা ছুটেছে শুধু জলহীন মরু সাহারা..
সমাজের অনৈতিক কালো মেঘে মেঘে
সূর্যেরা প্রভাতে জাগে না আর শক্তির বেগে ।
প্রেমহীন প্রাণ, হিংসে –প্রতিহিংসে,ক্ষমতার নোংরা হাত
মু্ক্তি -স্বাধীনতা আজ এক পরাজিত রক্তপাত !
জাগো, জাগো, নবীণেরা জাগো দৃপ্ত বীরের ভঙ্গিমায়
আর একটি স্বপ্নের লক্ষে, আর একটি বিজয়ের অভিপ্রায় !!


লিখিলের তরু লতা সাক্ষী, যুবক -যুবতীর বক্ষ- চিরে
এক বেদনার চিৎকার !
---------------------------------------