আপনার র্দুবলতাকে না ভেবে পরের সন্ধানে ছুটেছে,
নিত্যকায় মানুষেরা প্রাণে প্রাণে গীবতের কাব্য রচিছে।
মানুষ আর মনুষ্যত্তের পবিত্র গুণাবলীর ধারে
এক বাতিলি মন্ত্র বাজে ঝঙ্কারে ঝঙ্কারে ।
সমাজের চারিদিকে শুধু প্রতিশোধের নেশা,
হিংসের দাবানল, মিথ্যে আর মিথ্যে ঠাসা।
যে প্রাণগুলো গিয়েছে লড়ি,
জাতিকে দিয়েগেছে স্বাধীনতার তরী,
লক্ষ শহীদ রক্তদানে লাল-সবুজের বাংলাদেশ
এক প্রতিহিংসার ভেদাভেদ করেছে নিঃশেষ,
মানবিক প্রাণের সিংহদ্বার
লোভ লালসা ঘিরে আছে অদম্য দুর্বার !
অসম প্রতিযোগীতা মানুষে মানুষে,
প্রাপ্য মর্যাদা দিতে ভুলে গেছে সব জাতিধর্ম-নির্বিশেষে,
সাদা-কালো একই মিছিলে তুলেছে শ্লোগান.
অমৃত চাই, আমার অমৃত চাই, শুধু আমারটা চাই…
যত আছে হিংসে- হিংস্র প্রাণ !
গেয়ে যায় শুধু আপনের গান ।
আজ আর শুনি না মানুষের মনুষ্যত্তের ধ্বনি
প্রেম নেই, ভালবাসা নেই,আছে শুধু নিষ্ঠুর প্রাণখানি!
প্রতিহিংসার বট বৃক্ষ তলে হিংস্র ঘাতক ভন্ড সাধক,
দলে দলে নিভেছে শ্রেষ্ঠ মানবের উজ্জ্বল আলোক।
এ মানুষের প্রাণ,কত যে করেছে জয়,
আজ কেন নয় ? কেন এতো অবক্ষয়?


অসম প্রতিযোগীতা মানুষে মানুষে,
প্রাপ্য মর্যাদা দিতে ভুলে গেছে সব জাতিধর্ম-নির্বিশেষে।


-----------------------------------------...।