প্রাণের স্পন্দন শুনি না তোমার !তাতে কি বীর ? তুমি এখনো
জেগে আছো ষোলকোটি পরিবার
তুমি খাড়া আছো তো! যে- ভিত কখনো কোনো বিদ্রোহীরা
পারেনি রুখতে
সেই বজ্র কণ্ঠের হুঙ্কারে সাহসী উচ্চারণ
এক লালিত স্বপ্নের পরোয়ানা জনতার স্বাধীকার
বিদ্রোহীদের বিদ্রোহের ধূলায় চর্ণ্ যে পদ- প্রান্তে
তুমি সেখানে গর্জিত ঘূর্ণি ঝড়!
জেগে উঠেছো এক স্বপ্নের বিভোরে এক অশুভর বিরুদ্ধে
সেই ত্যাজদীপ্ত নায়ক তুমি ! জনতার অন্তরে সেই তুমি !
তুমি সেই লাল-সবুজ পতাকা
ভুলেছে ভুলুক ! তাতে কি বীর ? তুমি স্বাধীনতার জাগরণী
এ বাংলার ষোলকোটি পরিবার ,
মুক্তির পথর্নিদেশিকা ,
আদি- অন্ত –কালজয়ী উপমা !
তোমার কোন মৃত্যু নেই ! নেই কোন অবসান
কেউ তোমার অধ্যায়কে মুছে দিতে পারেনি
পারবেও না- হে বীর ।
যাদের আসেনা কান্না, ঝরেনা অশ্রু, কেঁদে উঠেনা প্রাণ
ওরা তোমার সন্তান নয়, ওরা বিদ্রোহী, ওরা বিদ্রোহীদের দোসর


তোমার কোনো মৃত্যু নেই, তুমি আছো লাল-সবুজ রঙে …
বিরহ যেখানে বাঙ্গালীর অধিকার, তুমি সেখানে স্বপ্ন দ্বার
তুমি সেখানে ইতিহাস…
প্রাণ ছিনেছে ছিনুক! এক প্রেমের মিনার গড়েছি
ষোলকোটি পরিবার ।
সোনার বাংলা গানে, অ, আ, ক, খ বর্ণমালায়..
প্রাণে প্রাণে লিখেছি- আমি তোমায় ভালবাসি।
তুমি এক বীরের নাম- স্বাধীনতার স্থপতি ।
-------------------------------------------