ফুটেছো গোলাপ তুমি বিবেকহীন নগ্ন বাগানে ।
ক্ষমাহীন অন্যায় করেছো তুমি জানো,
এখন জ্ঞানীদের খুব অধঃপতন
এখন পেশী শক্তি, অশিক্ষিত, ক্ষমতাবান, বেয়াদবদের দিকে ধাবিত
সম্মানিতদের রক্ষা করা যাবে না
চারিদিকে
ঘরে- বাইরে, সমাজে- রাষ্ট্রে, উঁচু- নীচু প্রাণের স্পন্দনে
যেখানে যেটুকু প্রেমের জায়গা শুন্য ছিল
তাও আজ ক্ষমতা আর পেশী শক্তির কাছে বিক্রি হয়ে গেছে
অন্ধভাবে সবাই ছুটেছে সেইসব চুনুপুটির সম্মানে..
এখন সবাই
অজ্ঞদের ভক্ত, বাতিলের পূজারী, পেশীশক্তির অনুগত, অর্থে মাতা নত..
গোলাপ ,চ্যামিলী ,জুঁই, জবা
গাদা ফুলেরা মালা সেজে আছে
সম্মানিদের অসম্মান করতে ।


তার মধ্যে নিঃশব্দে আছে যন্ত্রনার অথৈ সাগরে…
জ্ঞাণীগুনি শিক্ষিত তরীর পাঞ্জেরী
আফসোস , আফসোস- হে গোলাপ-
তুমি ফুটেছো হে, অপাত্রে ফুটেছো হে..
ক্ষমাহীন অন্যায় করেছো
আজও বুঝলে না- কে মরিচিকা, কে হীরে ?


গোলাপকে বুনেঁছো, গোলাপের বাগানকে চিনলে না ।
বিবেকহীন মানুষের প্রাণ
জুড়ে আজ ক্ষমতা,লোভ আর লালসার বাগান ।


ফুটেছো গোলাপ তুমি বিবেকহীন নগ্ন বাগানে ।
ক্ষমাহীন অন্যায় করেছো তুমি জানো,
এখন জ্ঞানীদের খুব অধঃপতন !


-------------------------------------------------