অলি- গলি, এখানে- সেখানে ওঠেছে গড়ে প্রেমের ফাঁদ!
আজকাল নানা রূপে প্রেমের বৈচিত্র দেখি!
চারিদিকে ওঁত পেতে আছে ছদ্মবেশী সাজ
পশ্চাতে আমাদের রিপু, কামনা , ভাসনাই
দুর থেকে দুরে ,সুদুরে নিয়ে যায় দিগন্ত পেরিয়ে……..


অথচ পাশেই ফোটা ছিল, রজনী ,গোলাপ, জুঁই-ছিল শুভ্র কাঁশ বন..
তারা কই ? মারা গেছে ? সে কি ? কবে ?
এত মৃত্যু ঘটে গেল লোভ-লালসা, কামনা-ভাসনার  জলে!
এত প্রাণ ঝরে গেল মোবাইল ,ফেইস বুক হরেক কৌশলে।
কি যুবক! কি যুবতী! মাঝ -বয়সী, বৃদ্ধ – বৃদ্ধা একই ফাঁদে
সবাই ছুটেছে মরিচিকার পিছে হন্য হয়ে………


আজ আর উম্মাদনা নয়, কারো মৃত্যু নয়, মিথ্যে ছলচাতুরী নয়
কোন পরাজয় নয়, কোন প্রেমের ফাঁদ নয় ।
হে প্রেমিক, হে প্রেমিকা,
আঁধার ভুবন বাদ দিয়ে আলোর ভুবন চল
প্রেমকে পবিত্র বল, নিজের স্বপ্নকে কর্ম্ বল।
পূর্ণিমার আলো নিচে তোমাদের সোনালী অতিত ছিল
ফিরে এসো হারানো সেই দিনে সত্যের নিশান তুলে।


শ্রেষ্ঠ মানুষ তবু কুটিলতা ধরে আছে পবিত্র প্রাণের ভিতর।
কই সেই সত্যের নিশান? সে আসে না কেন?
-------------------------------------।