এই ধরনী আসত ছুটে এগিয়ে যখন আমার ধারে,
তখন কেমন লাগত ভাল মান করে সে আজকে পারে!
আসত কাছে বাসতো ভাল গভীর চাওয়া জড়িয়ে ধরে।
আজকে কেমন আমায় ফেলে দুর করেছে প্রেমটি ছুঁড়ে!
মৃত্যু বিধান সম্মুখ এসে প্রাণটি উড়ে লাশটি বহে,
যমদুতের ঐ নিষ্ঠুর দাহ মানব প্রাণের  রক্ত গুহে ।
বার্তাবিহীন  সে যে এল  দিবা নিশি সব প্রহরে,
বুক ফেটেছে জল ঝরেছে- দেয়না সময় একটু মোরে!
সে বুঝেনি এ জনমের আমার নিখিল আয়েশ-আরাম
প্রাণটি নিয়ে উড়ে গেছে দেয়নি সময়- ধূমধাম।
এই ধরনীর সবই পড়ে তারই আদেশ পাওয়ার সাথে
এখন আমার একলা চলা সঙ্গ বিহীন কবর সেতে!
আজ যে আমার সঙ্গী হল ধরার আমল আঁধার নীড়ে
দেখে যাও আজ সেই ধরনী কেমন রুহে ঝাপটে ধরে!
আসে না আর গভীর রাতে সেই প্রেয়সী প্রাণের ধারে
বিপদ দিনে এক আল্লাহ দ্বীন ইসলাম কেবল পারে
উঠাও জেগে দ্বীন ইসলাম এই রুহের ক্ষণিক কালে
শেষ বিচারে অগ্নি-ঘূর্ণি যাক না সেথায় চির ভুলে ।
তোমায় আমি ভালোবাসি পাও কি তুমি সে খবর
তোমার রহমত ওঠুক জ্বলে কঠিন পথের আঁধার কবর।
চাই না প্রভূ তখন তোমার রাক্ষুসী এই সর্ব্নাশী,
এই ক্ষণিকে আমার রুহে বাজাও ওগো তোমার বাঁশি।
---------------------------------