ভালো না বেসে অনেককেই তো অনেক দিলে
এর কাছ থেকে কেড়ে ওর কাছ থেকে কেড়ে
চোখের অনেক পানি শুকিয়ে দিলে।
দুঃখীর দুঃখকে কাঁদতে দিলে হৃদয় খুলে
লজ্জা সরম পর্দাঢাকা জানালা খুলে
কত অধিকারের বলি রেখা জাগিয়ে দিলে ভরদুপুরে..


দুর্ব্ল ছাড়া অনেককেই তো অনেক দিলে।
পকেট ভরে সম্মানি দিলে উপরি থেকে
ক্ষমতার উঁচু চেয়ারে মাথা নতশিরে প্রণাম দিলে।
দুষ্টদের  প্রশয় দিলে গভীর বনে
পোষাক পড়ে রাষ্ট্রের আইন ভেঙ্গে দিলে।


বঞ্চিত ছাড়া অনেককেই তো অনেক দিলে
গোলা বরুদে রক্ত নিলে প্রাণ থেকে
চাঁদা বাজি টেন্ডারবাজি ধর্ষণে নারীর সতিত্ত নিলে.
চোখের জল ঝরতে দিলে আপন মনে
রক্ষক ভক্ষক হয়ে রক্ত চুষতে দিলে ।


হৃদয় ছাড়া অনেককেই তো অনেক দিলে।
পথে ঘাটে ভয় দিলে সিংহাসনে থেকে
বিদ্রোহী দলে প্রণয়ের স্পর্শে আলিঙ্গন দিলে
যুবকের স্বপ্নকে মররে দিলে ফাঁসিতে
স্বাধীন বুকে পরাজয়ের স্বাদ নিতে দিলে।


আইন ভেঙ্গে অনেককেই তো অনেক দিলে।
শুধু ন্যায় বিচার দাওনি, কেবল দুর্বলকে তুমি
পিষ্ঠে গেছো অবিরতি।


এ শুন্য বুক তৃপ্ত করার একটি চিঠি
উঁচু সিংহাসনের সুপ্ত ভাঁজে্
দেওয়া আছে,খুলে দেখ হে….
সু-শাসন চাই, মানবধিকার চাই ।
আমাকে  দিবে কি?
------------------------------।