কিছু উপমার ফুল ছাড়িয়ে ফুটেছো -হে নোমান
যদিও পিতার  আদর্শে রেখেছো সোনালী উপমা
ক্ষণিক ধরনি-তুষ্টি চাও আজ সামান্য-হে কবি,
জীবন সংগ্রামে আপনার দুঃখকে করেছো ক্ষমা।


তোমারি দুয়ারে প্রত্যহ আসে অগণিত প্রত্যাশা..
যেন পুষ্পের স্পর্শে জাগাও আঁধার গগণে ঊষা!
নানা উল্লাসে হাসাও উতল সাগরে পাল তুলে
তুমি ফুটেছো শুধু প্রেমময় উপমার ফুলে।


পথে পথে বাধা, তবু তুমি বিজয়ী -হে নোমান
তুমি প্রত্যয়ী এক উপমা অগণিত বঞ্চিতের স্বপন!
শিক্ষায় অনেক আঁধার, তবু তুমি উড়ন্ত আলো.
সামান্য এ সত্যটুকু, বলতে চেয়েছি তোমাকে—


শব্দ আর অলঙ্কারে খোঁজে খোঁজে পাই যে খোঁজ
হান্নান পিতার, যোগ্য ছেলে ”আবু নোমান” ছুটে রোজ!
শিক্ষা বৃত্তি, সমাজ সেবা পিতার ছবি মা’য়ে এঁকে।
দেখিছি তোমার আপন সাধ অন্য বুকে সুপ্ত থাকে!


বাগানে অনেক ফুল, তবু স্থির আকাশের নীল
সামান্য এ বৃত্তিটুকু, খোঁজে পাক শিক্ষার দিল।
তুমি প্রত্যয়ী এক উপমা অগণিত শিক্ষার্থীর পটভূমি
এ নিপুন স্পর্শে আলোকিত হোক সোনার জন্মভূমি!
---------------------------------------------