হৃদয়ের এক অপূর্ব্ ভালবাসার মঞ্চে দাঁড়িয়ে
বার বার বলতে চেয়েছি কিছু একটা হাঁপিয়ে.
সমস্ত প্রেমের সম্মুখে এসে একরাশ যন্ত্রনা সরিয়ে
প্রিয়া তুমি শুননি আপনে বাঁচিবার নিঃশ্বাস ছড়িয়ে ।


সমস্ত হৃদয়ের উল্লাসে তোমার ছবি এঁকে এঁকে
ভালবাসার দাবি নিয়ে গিয়েছি পথের বাঁকে বাঁকে
কত বার বসন্ত হাওয়া দুয়ারে দিয়েছি হাসিতে খুশীতে
তুমি খোলনি, ফিরে দেখনি কভূ অচেনা ভঙ্গিতে !


কি এক মিথ্যা দম্ভে তুমি নাচিছো তালহীন নৃত্যে..
তুমি আলোর ডাককে বুঝনি গহিন আঁধার বৃত্তে
তবু চেয়েছি হৃদয় কবিতায় ফিরে এসো প্রেয়সী.
মিথ্যো দম্ভ অহংকার ভুলে- হে প্রেমের সুরালা বাঁশি।


এক বার বল কপাটের ডানা মেলে হাত দু”টি ধরে
হৃদয় আঙ্গিনায় তুমি-আমি পাশা পাশি একই নীড়ে।
ভাঙ্গা চোরা পথে পথে আবার বাজাবে নতুন সুর.
চির উৎসবে হাসিবে প্রাণ হারিবে মিথ্যে অহংকার ।


ওগো তুমি খুলে দাও হৃদয় মাতানো প্রেমের দ্বার
পুঞ্জ পুঞ্জ অমাবস্যা থেকে সরে নাও আঁধার চাঁদর
হৃদয়ের স্পন্দন জুড়ে বাজে , শুধু বাজে তোমার গান
ওগো তুমি ফিরে নাও মরণ শাসানো এই নিষ্ঠুর সমন ।
-----------------------------------------