হে শক্তিধর, প্রজ্ঞাবান ,শিক্ষিতজন
বলতে পার কি?
ঘুষখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ,এ বুকে কে জন?
বাংলার কৃষক, দিনমুজর, তাঁতী ,কুমার কি সে জন?
তোমার বুকে তাকালেই দেখি দুর্নীতির কলঙ্ক লেপন
কখনো প্রথম ,কখনো আছে নৈরাজ্যের নাম লিখন!
কাদের জন্য এ অভিশাপ এসে তোমার তোরণ তলে!
কোন প্রতিযোগীতায় মত্ত হয়েছো রক্ত গঙ্গা জলে ?
কে এই পাপী ? কে বলবে তাহা?
উত্তর কি আছে হে শক্তিধর, প্রজ্ঞাবান ,শিক্ষিতজন?
নিরহ জানে না কে এই ঘৃণিত অভিশপ্ত পাপী প্রাণ!
ওগো জ্ঞান পাপী তুমি ছদ্মবেশী দেশপ্রেমিক দুর্নীতির হোতা
কৃষক, দিনমুজর, তাঁতী ,কুমার ওরা কি যায় সেথা?
কোন জ্ঞানীরা স্বার্থের লাগি শুরু করে দুর্নীতি ,খুন, গুম
কেন  দুর্নীতিতে প্রথম,দ্বিতীয় ,তৃতীয়, চতুর্থ্ ,পঞ্চম!
স্বাধীনতার স্বপ্ন ভেঙ্গে ভেঙ্গে..
গ্লাণী আর ব্যর্থ্তার মুকুটে রাখলে এ লাল-সবুজ রাঙে!
পশুত্তের লালসা পাসরি ধরলে পথ ঘাট অলি গলি
অগ্নি কুন্ডলির শিখা যেন শিকলে বাধি দিচ্ছো ঢালি,
হে প্রাণহীন দেশ প্রেমিক, জ্ঞানপাপী শিক্ষিত জন!
এ কোন অধিকারে তুমি বঞ্চিত করেছো জাতির সম্মান?
কোন বোধিসত্ত্বর আলোকে তুমি লুটেছো অহংকার?
এ কোন কলম, এ কোন ক্ষমতা, এ কোন জ্ঞান ,এ কোন শিক্ষিতজন?
ধিক ধিক অগণিত ধিক!
কে রাজা? কে প্রজা নাহি ভেদ সমান সমান !
ফিরে এসো ন্যায়ের প্রদীপে লাল-সবুজের বুকেতে
রক্ত ঝরা এই স্বাধীনতা জাগায়ে তুল হে ধরনিতে ।
হে শক্তিধর, প্রজ্ঞাবান ,শিক্ষিতজন
বলতে পার কি?
ঘুষখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ,এ বুকে কে জন?
বাংলার কৃষক, দিনমুজর, তাঁতী ,কুমার কি সে জন?
তোমার কর্মকে তুমি নিজেই করেছো অপমান !
--------------------------------------------