মধুর কণ্ঠে  ঐ যে বাজে মুয়াজ্জিনের ধ্বনি,
ওহে মুমিন,সে যে তোর নামাজের ডাক শুনি।
সময় যে তোর মসজিদে যাবার –
আছিস কি কেউ?
দলে দলে ছুটছে দেখি মুসল্লির ঢেউ!
সেজদা করে  মুমিন যায় প্রভূর চরণখানি ।
দেহ প্রাণে তাকে যেন আপন বুকে টানি ।


প্রভু তো মেনেছে তারে, সেজদা করে বারে বার
মুমিনের গোলামী দেয় যে প্রভূ বেহেস্ত উপহার।
নামাজির কপালে নূরের আলো ঝলক দিয়ে ওঠে,
কি এক মুক্তির হাসি  চোখে মুখে ফোটে!
তার প্রেম প্রাণে জাগে নামাজের মধ্যখানি
টানি প্রভূ দেয় যে তারে মুক্তি খবর আনি।


মিজানের পাল্লা জাগবে হাশরে মুমিনের গানে
নবীর শাফায়েত হবে যেন নামাজির টানে ।
জাগবে জাগবে ওপার কালে মুমিন যখন একা,
সে যেন এক নতুন ভুবন মুমিন পাবে দেখা!
পরিচয় তোর অঙ্গ ভরি নামাজে তা লেখা
তুই যে মুমিন গোলাম তার দেহ-প্রাণে তা আঁকা ।


বেনামাজির হৃদয় যেন আলোহীনা এক আকাশ,
বিচার কালে হাসবে নাকো মেটবে না তার আশ,
সে দিন নামাজ হবে চাবি খুলবে কপাটখানি
ঐ ডেকেছে ঐ ডেকেছে পাঁচ ওয়াক্তের ধ্বনি।
নবীর সাফায়েত,  প্রভু দয়া সে দিন হবে রাজ
গোলাম তোরা কায়েম কর নামাজ, নামাজ, নামাজ।


নামাজ মুমিনের অঙ্গে আনে নবী নূরের জ্যোতি
সেই আঁধারে পথ চিনাবে ইহ পর অধিপতি ।
-------------------------------------