আজ ফুল ফুটেছে, সেই ফুল ফুটেছে
যে ফুলের জন্য তুমি এক নিষ্ঠুর পরিহাসে
তোমাকে চিনালে এক অন্য রূপে-
কি ভয়াবহ দূর্ল্ভ রূপ তুমি ধারণ করেছিলে!
আজ ফুল ফুটেছে, সেই ফুল ফুটেছে.
যে ফুলের জন্য প্রেমের বাগানকে তুচ্ছ করেছিলে
অপমান করেছিলে রক্তিম পরিহাসে
আজ দেখ সেই ফুল ফুটেছে
অথচ তুমি নেই!
কত ফুল লাগবে তোমার হে প্রেমের কবিতা !
আজ সুবাসে সুবাসে দেখ তোমার উপেক্ষিত বাগান
শত দলে দলে কত মৌয়ের ভিড়
যেন তুমিই সৃষ্টি করেছো- আমারই বাগান।
সবই যেন আছে, কি যেন নেই , শুধু চেয়ে দেখি
আজ ফুল ফুটেছে, সেই ফুল ফুটেছে.
তবু বাগান যেন আজও নির্জ্ন নীলাভ দ্বীপ
নিশীথ রাত্রির কম্পিত ঝংকার!
ফুলগুলো ঝরে যাচ্ছে বসন্তের অপেক্ষায় খরা রৌদ্র তাপদহে..
ওগো এসে দেখ,
আজ ফুল ফুটেছে, সেই ফুল ফুটেছে।
তোমার সেই অবহেলিত বাগানে ।
সৌরভ সুবাসে ছড়িয়ে গেছে পৃথিবী
কাব্য হেসেছে, কবিতা জেগেছে প্রেমের বধ্যভূমিতে।
প্রেয়সীকে পেয়েছি দু’টি পুস্পের ঘ্রাণে।
যেথায় ফুটে আছে হ্যাপি-আয়ান- এ হৃদয় কোণে
আমার এ ফুল আজ শুধু তাদের, আজ শুধু তাদের।
আজ ফুল ফুটেছে, সেই ফুল ফুটেছে।
----------------------------------------